১৮৩০ সালে কলেরার প্রাদুর্ভাব হলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাশিয়াজুড়ে। পুশকিন তখন বাবার কাছ থেকে সদ্য পাওয়া তাঁর বলদিনোর জমিদারিতে গিয়েছিলেন সম্পত্তি-সংক্রান্ত ব্যাপারে। এবং সেখানে আটকে পড়েছিলেন তিন মাস। কলেরা তখন ছিল মৃত্যুর অন্য নাম। বাড়িতে বসে সংক্রমণ এড়ানো ছাড়া এই ভয়াবহতা কাটিয়ে ওঠা কঠিন ছিল। পুশকিন কি এই তিন মাস মন খারাপ করে শুধু আকাশ দেখেছেন? আত্মহত্যার চিন্তা কি মাথায় এসেছিল