‘ও আমার উড়ালপঙ্খি রে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে’—গানগুলোর কথা মনে হলেই কানে বেজে ওঠে সুবীর নন্দীর সেই চিরচেনা সুর। এমন অসংখ্য গান দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। বলিষ্ঠ ব্যক্তিত্বের আধিকারী এই মানুষটি ছিলেন সংগীত অঙ্গনের আইকন। গত বছর আজকের এই দিনে (৭ মে) পৃথিবী থেকে বিদায় নেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। আজ তাঁর প্রথম প্রয়াণ দিবস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুবীর নন্দী। পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল তাঁর। ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে