লালমাই পাহাড়ের টিলার চূড়া, ঢাল ও পাদদেশের ১৫৬ একর জায়গা জুড়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাস। পাহাড়ি জনপদের ওই ক্যাম্পাসে কাঁঠালের মৌসুমে এক সময় যতদূর চোখ যেত, শুধু কাঁঠাল আর কাঁঠালের দেখা মিলত। মধুফল কাঁঠালের সুমিষ্ট গন্ধে ওই এলাকা মৌ মৌ করতো। তবে গত তিন বছরে কাঁঠালের ফলন কমে এসেছে। অবকাঠামো উন্নয়ন ও মরে যাওয়ার কারণে ক্যাম্পাসে গত তিন বছরে ২৫৪ টি কাঁঠাল গাছ বিলীন হয়ে গেছে।