অ্যাপেনডিসাইটিস চেনা যাবে সাত লক্ষণে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ মে ২০২০, ১২:৩২

ডান পাশের পেটে অসহ্যকর ব্যথা মানেই অ্যাপেনডিসাইটিস! এই ধারণাগুলো একদম ভুল। পেটব্যথা ছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে। মূলত অ্যাপেনডিক্স এমন একটি অঙ্গ যা শরীর থেকে কেটে বাদ দিলেও কোনো সমস্যা হয় না। এটি ছাড়াই মানুষ দিব্যি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তবে অ্যাপেনডিক্সে কোনো সংক্রমণ হলে বা কোনো ক্ষত তৈরি হলে তার জন্য মানুষের যেমন কষ্ট ভোগ করতে হয় তেমনি মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়। তাই এই ব্যাপারে সাবধান থাকা জরুরি।  চিকিৎসকরা বলেন, বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনোভাবে খাদ্য কণা বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। সময় মতো সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা না নিলে তা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। চলুন জেনে নেয়া যাক অ্যাপেনডিক্সের সংক্রমণে পেট ব্যথা ছাড়াও অন্য কী কী লক্ষণ দেখা দেয় সেগুলো-  >  পেটের নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচ পর্যন্ত অ্যাপেনডিক্সের ব্যথা ছড়িয়ে পড়ে। >  পেটে ব্যথার সঙ্গে সঙ্গে সারাক্ষণ বমি বমি ভাব থাকবে।  > কিছু খেলেই ব্যথার চোটে বমি হয়ে বেরিয়ে যাবে। > খিদে বোধ অস্বাভাবিকভাবে কম থাকবে। > কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হঠাৎ করে বেড়ে যাবে। > পেটের ব্যথার চোটে জ্বর আসবে। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব একটা বেশি হয় না। > পেটের ডান দিকের নিচে মারাত্মক ব্যথা অনুভূত হলে আর পেট ফুলে উঠলে তা অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার কারণেও হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us