করোনা মোকাবিলায় বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সে তালিকায় যোগ হলেন নিউজিল্যান্ড তারকা হেনরি নিকোলস। করোনায় দুর্যোগে পড়া মানুষের জন্য বিশ্বকাপের ফাইনালে খেলা প্রিয় জার্সিটি নিয়ে শামিল হয়েছেন তিনি। তবে এই জার্সি নিলামে না তুলে ইউনিসেফ নিউজিল্যান্ডকে দান করেছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনাল খেলা নিকোলস। জার্সিটি নিলামে না তোলার কারণ ব্যাখ্যা করে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফকে নিকোলস বলেন, 'আমি নিলাম থেকে দূরে থাকতে চেয়েছি, যেখানে সর্বোচ্চ মূল্য হাঁকানোরা জিতে যায়। আমি ব্যাপ্তি আরো বাড়াতে চেয়েছি, যেন যে কেউ ৫ কিংবা ১০ ডলার দান করতে পারে এবং লটারিতে জার্সিটি জেতার সুযোগ পেতে পারে।