গোয়েন্দা রিপোর্টের ইঙ্গিত কোভিড-১৯ এর উৎপত্তি চীনের উহানের ল্যাবরেটরিতে
প্রকাশিত: ০১ মে ২০২০, ০৭:৩৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি গোয়েন্দা রিপোর্ট দেখেছেন যা ইঙ্গিত করে যে কোভিড-১৯ এর উৎপত্তি চীনের উহানের একটি ল্যাবরেটরিতে। হোয়াইট হাউজে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান তিনি এই অনুসন্ধানের বিষয়ে আত্মবিশ্বাসী কেন, জবাবে ট্রাম্প বলেন তার ঐ তথ্য দেয়ার অনুমতি নেই। এই গোয়েন্দা অনুসন্ধান চূড়ান্ত নয়, তার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ' এ বিষয়ে অনেক তত্ত্ব রয়েছে।তিনি বলেন, "আমরা দেখার চেষ্টা করছি এর উৎপত্তি কোথায়।" উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি করছেন কি না জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'এখন পর্যন্ত আমি মনে করি চীন আমাদের সাথে কিছুটা স্বচ্ছ হতে চাইছে। ট্রাম্প আরও বলেন, হয় চীন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারেনি অথবা তারা এই ভাইরাস ছড়াতে দিয়েছে।