জাপানের উপকূলে উত্তর কোরিয়া থেকে আসা ‘ভুতুড়ে জাহাজ’ ভেসে উঠার ঘটনা নতুন কিছু নয়। এবার আরেকটি ‘ভুতুড়ে জাহাজ’-এর সন্ধান পেয়েছে স্থানীয়রা। জাহাজটি ভেতরে দুটি মাথা ও পাঁচটি কঙ্কালও পাওয়া গেছে।-খবর বিবিসির। সংবাদমাধ্যমটি জানায়, জাপানের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিমের সাদো দ্বীপে জাহাজটি ভেসে উঠে। পরেরদিন দেশটির কর্তৃপক্ষ জাহাজের ভেতরের খবর জানতে পারে। ওই জাহাজটি গায়ে লেখা ছিল কোরিয়ান ভাষা। জাহাজটি বেশ ক্ষতির শিকার হয়েছিল।
এদিকে জাপানের গণমাধ্যমের বরাতে বিবিসি আরো জানায়, জাহাজটির ভেতরে পাওয়া দেহাবশেষের সবগুলোই আংশিক কঙ্কালে পরিণত হয়েছে। তবে দুটি মাথা জাহাজে থাকা দেহাবশেষের মধ্যে কারো কিনা নিশ্চিত করতে পারেনি দেশটির পুলিশ। তবে দীর্ঘ সময় যাবত ভুক্তভোগীরা সমুদ্রে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত উত্তর কোরিয়া থেকে ডুবন্ত অবস্থায় আসা জাহাজের ভেতরে মানুষের দেহাবশেষ থাকে। অনেক সময় জাহাজগুলো খালিও থাকে।