হবিগঞ্জে শুরু হয়নি ধান সংগ্রহ, ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ২০:৪৩
হাওর অঞ্চলে সরকারিভাবে ধান সংগ্রহ করার কথা ছিল গত ২৭ এপ্রিল থেকে। সেই অনুযায়ী সুনামগঞ্জ, নেত্রকোণাসহ বিভিন্ন এলাকায় ধান কেনা শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত হবিগঞ্জে সরকারিভাবে ধান কেনা তো দূরের কথা, কোন সিদ্ধান্তই নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধান কাটার শেষ পর্যায়ে এসে বিক্রি করতে না পেরে হতাশায় কৃষকরা। শ্রমিকের মজুরি দিতে বাধ্য হয়ে উৎপাদন মূল্যের চেয়েও কম দামে আড়তে ধান বিক্রি করছেন অনেক কৃষক।