করোনা ভাইরাসের প্রভাবে এপ্রিলে লে-অফ বা বন্ধ থাকা পোশাক কারখানার শ্রমিকরা ৬০ ভাগ বেতন পাবেন। আর যেসব কারখানায় অল্পকিছু দিন কাজ হয়েছে, যেগুলোর শ্রমিকরা পাবেন পুরো মাসের বেতন। একই সঙ্গে ঈদের আগে আর কোনো ছাঁটাই হবে না। গতকাল মঙ্গলবার বিকালে শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র জানায়, শুরুতেই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দীর্ঘক্ষণ। মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, সব শ্রমিকই…