১০ লাখ মানুষকে রেশন ও স্যানিটারি সামগ্রী দিচ্ছেন শাবানা
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ১৭:১০
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে নাকাল জনজীবন। অন্য অনেক দেশের মতো পাশের দেশ ভারতেও আক্রান্তের সংখ্যা কম নয়। দেশটিতে ২৯ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ মে পর্যন্ত পুরো ভারতে লকডাউন চলছে। বাড়ছে সিল করা এলাকার সংখ্যা। এমন সংকটে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন অঙ্গনের তারকারা। সেই তালিকায় যুক্ত হলো বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির নাম। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বলিউডের অনেক তারকা দরিদ্র পরিবার ও দিনমজুরদের খাবার, আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন। লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষ। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন শাবানা আজমি