মসজিদের বিশাল হলরুম এখন করোনা কোয়ারান্টিন কেন্দ্র

ইনকিলাব প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ২২:০৭

ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। কমছে রোগী রাখার জায়গা। এই অবস্থায় মহারাষ্ট্রের পুনেতে একটি মসজিদের কর্তৃপক্ষ এগিয়ে এলেন। মসজিদ ছেড়ে দিলেন কোয়ারান্টিন কেন্দ্র তৈরির জন্য।
লকডাউনের জন্য এখন মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে পুনের একটি মসজিদ। আজম ক্যাম্পাসে এই মসজিদের দোতলায় বিশাল হলঘরে কোয়ারান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত ৮০ জন সেখানে থাকতে পারবেন। মসজিদের নয় হাজার বর্গফুটের এই হল তাঁরা ব্যবহার করতে চান করোনার বিরুদ্ধে লড়াই করতে।
মহারাষ্ট্র কসমোপলিটান অ্যান্ড এডুকেশন সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার জানিয়েছেন, ''এখন মসজিদের দোতলা করোনা রোগীদের জন্য তৈরি। আমাদের ট্রাস্ট সেখানে খাবার দেবে। আমরা রাজ্য সরকারকে যেটুকু পারি সাহায্য করতে চাই। মসজিদের ভিতরে ফ্যান, লাইট, টয়লেট, বেড সবই আছে। তাই করোনার রোগীদের সেখানে রাখতে কোনও অসুবিধা নেই।''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us