৬ ফ্লাইটে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো হচ্ছে
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ১৬:২৩
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভারতে লকডাউন জারি থাকায় দেশটির বিভিন্ন স্থানে আটকে পড়েছেন বাংলাদেশের প্রায় আড়াই হাজার নাগরিক। প্রথম দফায় ৬টি ফ্লাইটে প্রায় এক হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার পর মে মাসে আরও ৬টি ফ্লাইটে আরও এক হাজার বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। আজ সোমবার দুপুরে দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রথম আলোকে মুঠোফোনে এ তথ্য জানান।তিনি জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মে কলকাতা, ২ মে দিল্লি এবং ৩ মে মুম্বাই থেকে বাংলাদেশের যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনবে। বিমানের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে আগ্রহী যাত্রীদের বাংলাদেশ মিশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট পাওয়া যাবে।