ব্যবহূত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহপূর্বক পুনরায় বাজারজাত করছে একটি চক্র। এ চক্রটি বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে সংঘবদ্ধভাবে মেডিক্যাল বর্জ্য বিশেষ করে বর্তমানে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ব্যবহূত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস সুকৌশলে সংগ্রহ করে ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও মিটফোর্ড এলাকার বেশকিছু চক্রের কাছে বিক্রয় করে। পরে তারা সেগুলো কোনো ধরনের জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করে যেনতেনভাবে ধৌত করে প্রক্রিয়াজাত ও বাজারজাত করছে।