বছর ঘুরে বছর আসে। এক এক করে কেটে গেল ছয়টি বছর। ২ হাজার ১শ' ৯০দিন। তারপরও একটি দিনের জন্যও স্বজনহারাদের আর্তনাদ কমেনি একটুও। প্রতিটি মুহূর্তেই লাশের স্মৃতি আর স্বজন হারানোর...