ইংল্যান্ড, ইতালি, স্পেনের পর করোনার দুঃসংবাদ পেল ফ্রান্সের ফুটবল। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির লিগ ওয়ানের দল মোপেঁলিয়ের মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া। ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় সাম্বিয়াকে। শুরুতে তাঁর অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে আশার কথা হলো, এখন ভালোর দিকে তাঁর অবস্থা। বিষয়টি জানিয়েছেন সাম্বিয়ার এজেন্ট ফেদেরিকো গেরা। ফেদেরিকো বলেন, ‘শুক্রবার পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। অবনতিও হয়নি, উন্নতিও হয়নি। এটি তাঁর জন্য বেশ কঠিন পরিস্থিতি। সে লকডাউন মেনে চলেছিল।' বাইরে কেনাকাটা করতে গিয়ে সাম্বিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন