প্রবাদ আছে, ‘রোম যখন পুড়ছিল, তখন বাঁশি বাজাচ্ছিলেন নিরো।’ এমন অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনাভাইরাস মহামারিতে যখন বিশ্বব্যাপী মানুষ মরছে চিকিৎসাহীনতায়, সবচেয়ে বেশি মারা গেছে তার নিজের দেশেই। তখন নিজেই চিকিৎসক বনে গিয়ে বলেছিলেন, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে এক মিনিটেই করোনা দুর করা সম্ভব। এ নিয়ে নিন্দার ঝড় ওঠায় একদিনের মাথায় সুর পাল্টালেন ট্রাম্প, বললেন, ব্যঙ্গ করেছিলেন তিনি।