রমজানে বাজার স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর মাধ্যমে অভিযান চালাতে নোটিশ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ১১:২৫
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আগামী পাঁচ দিনের মধ্যে বাণিজ্য সচিব ও টিসিবির সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার সকালে ওই আইনজীবী ই-মেইলে এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে তিনি উল্লেখ করেন : ‘আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বৃহত্তর জনগণের স্বার্থে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র নোটিশ প্রদান করছি। ‘ক.