সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রেলওয়ের যাত্রী পরিবহনের যে সংবাদ ও ছবি প্রকাশিত হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চের পর থেকে বাংলাদেশ রেলওয়ে কোনও যাত্রীবাহী ট্রেন পরিচালনা করেনি। রেলওয়ের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনের টাকা পৌঁছানোর জন্য একটি বিশেষ ট্রেন হিসাব বিভাগের কর্মচারী ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তাবাহিনী নিয়ে কয়েকটি জেলায় চলাচল করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাভাবিক অবস্থায় সারা দেশে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের বেতন চেকের মাধ্যমে এবং অন্য সব কর্মচারীর বেতন, ভাতা ও পেনশন নগদ টাকায় পরিশোধ করা হয়। বর্তমানে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশন এলাকায় অবস্থিত কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনের টাকা পৌঁছানোর জন্য রেলওয়ে ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের অধীন বিভিন্ন রুটে একটি বিশেষ ট্রেন বিশেষ ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত নেয়