শেষ রক্ষা তাহলে হচ্ছে না? আইসিসি এখনো সিদ্ধান্ত নেয়নি। আগস্টের আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্র্যান্ডন ম্যাককালামের ধারণা, করোনাভাইরাস ও আইপিএল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে আগামী বছরে পাঠিয়ে দেবে। করোনাভাইরাসের কারনে স্থগিত হয়ে গেছে আইপিএল। বারবার পেছানোর চেয়ে আপাতত স্থগিত ঘোষণা করাই নিরাপদ মনে হয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কাছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই-আগস্টে আইপিএল আয়োজনের চিন্তা ভাবনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু সে সময় আবার ক্যারিবীয় প্রিমিয়ার লিগ হওয়ার কথা।