বিঘার পর বিঘা জমি জুড়ে চাষ করা হয়েছে বোরো ধান। ক’দিন আগেও এসব ধানচাষিদের মুখে ছিল ফসল ফলানোর আনন্দমাখা হাসি। পাকা ধান ঘরে তোলার প্রত্যাশায় কৃষকরা দিন গুণছিলেন। কিন্তু সে হাসি আজ ম্লান হয়ে গেছে ব্লাস্ট রোগের আক্রমণের কারণে।