ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লকডাউনের মধ্যে ত্রাণের দাবিতে বিক্ষোভ করা নারী-পুরুষ প্রশাসনের সহাতায় ত্রাণ পেয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বাড়ি বাড়ি গিয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা তাঁদের হাতে এ ত্রাণ তুলে দেন। এর আগে গতকাল দুপুরে সরাইলের সৈয়দটোলা, বেপারীপাড়াসহ কয়েকটি ইউনিয়নের বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু ত্রাণের দাবিতে উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তাঁরা অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা বারবার ত্রাণের আশ্বাস দিলেও তাঁদের হাতে পৌঁছেনি। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। এ নিয়ে এনটিভি অন