পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর মামা আব্দুল করিম ও নানা মো. হানিফাকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে তিন বখাটে। এ সময় ওই ছাত্রীর বাবাকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।