সবসময় পর্যটকদের পদচারণায় মুখর থাকা হাভানা এখন যেন এক ভুতুড়ে নগরী। পর্যটকদের কাছে লোভনীয় আমেরিকান কনভার্টিবল গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এবং বন্ধ রয়েছে বেশির ভাগ রেস্তোরাঁ আর কফিশপ। নভেল করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর দীপরাষ্ট্র কিউবা তার সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে ভুগছে দেশটির বেসরকারি খাত। খবর এএফপি।