দেশব্যাপী চলা লকডাউন কর্মসূচির কারণে চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রয়েছে। এ অবস্থায় সর্বশেষ তিন নিলামের চা আউটলট পদ্ধতিতে বিক্রি হবে। ব্রোকার প্রতিষ্ঠানগুলোই চায়ের দাম নির্ধারণ করে ক্রেতাদের কাছে বিক্রি করে চা বোর্ডকে অবহিত করবে। এরই মধ্যে বিগত নিলামবর্ষের অবিক্রীত ১০ লাখ কেজি চা আউটলটে বিক্রি শুরু করেছে ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো।