You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চগড় সীমান্তে তর্ক করায় কিশোরের পেটে গুলি করল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শিমুন রায় (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার বিকেলে প্রধানপাড়া সীমান্তের ৭৬২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নীলফামারী ৬৫ বিজিবি আওতাধীন ওই সীমান্তের প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায় ছেলে শিমুন রায়সহ বিকেলে সীমান্তের কাছে নিজেদের পাটক্ষেতে বাঁশের বেড়া দিচ্ছিলেন। এ সময় ভারতের সাকাতি সীমান্ত ফাঁড়ির একদল বিএসএফ সদস্য ঘটনাস্থলে এসে বেড়া দিতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বেঁধে যায়। এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। প্রথমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে এবার স্থানীয় চাকলাহাট কেপি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। নীলফামারী ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন