দক্ষিণ সুদানে ভাইস প্রেসিডেন্ট ৫ জন, ভেন্টিলেটর ৪

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ২০:০৩

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের মোট জনসংখ্যা ১ কোটি ১০ লাখ। দেশটিতে ভাইস প্রেসিডেন্টের সংখ্যা ৫ জন। অথচ পুরো দেশে ভেন্টিলেটর আছে মাত্র ৪টি। এমন অবস্থা আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এই মহাদেশে মৃতের সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে যেতে পারে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের ৪১টি দেশের কোটি কোটি মানুষের জন্য বরাদ্দ ভেন্টিলেটরের সংখ্যা ২ হাজারেরও কম। অথচ শুধু যুক্তরাষ্ট্রেই ভেন্টিলেটর আছে ১ লাখ ৭০ হাজারের বেশি। যেমন: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ৫০ লাখ জনগণের জন্য মাত্র ৩টি ভেন্টিলেটর আছে। লাইবেরিয়াতে একই সংখ্যক মানুষের জন্য আছে ৬টি ভেন্টিলেটর। আর আফ্রিকা মহাদেশের ১০টি দেশে কোনো ভেন্টিলেটরই নেই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, ইউরোপ–আমেরিকার পর আফ্রিকা হতে পারে করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us