রোজার আগে আরেক দফা বাড়লো নিত্যপণ্যের দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১৫:৪৫

রোজা আসতে আর সপ্তাহখানেক বাকি। এর মধ্যে আরেক দফা বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ রসূন, ছোলাসহ সবধরণের নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যধানে কিছু পণ্যের দাম ৫ থেকে ২০ টাকা বাড়লেও কিছু পণ্যের দাম দ্বিগুন হয়েছে। তবে দাম কমেছে সবজির। স্থির আছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দফায় দফায় বেড়েছে এসব নিত্যপণ্যের দাম।  ব্যবসায়ীরা বলছেন, শ্রমিক ও পরিবহন সংকটে পণ্যের সরবরাহ ঘাটতিতে দাম বাড়ছে। তবে ভোক্তাদের অভিযোগ অনেক ব্যবসায়ী কারসাজি করে দাম বাড়াচ্ছেন। রাজধানীর মুগদা, খিলগাঁ, বাসাবো, গোপীবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে ও খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া যায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর দেয়া তথ্য অনুযায়ী, চিকন মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬২-৬৮ টাকা কেজি, গত সপ্তাহ যা ছিল ৫৬-৬৪ টাকা। মাঝারি মানের পাইজাম ও লতা বিক্রি হচ্ছে ৫২-৬০ টাকা, যা আগে ছিল ৫০-৫৫ টাকা। স্বর্ণা, বিআর-২৮, চায়না ইরি ইত্যাদি মোটা চাদের দাম ৪০-৫০ টাকা।  চালের চেয়ে বেশি বেড়েছে রমজানের অন্যান্য পণ্যের দাম। ছোলার দাম গতসপ্তাহের তুলনায় কেজিতে ১০টাকা বেড়ে এখন ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us