আমি চাল চোরদের বিচার চাই!

বাংলাদেশ প্রতিদিন মোহাম্মদ এ. আরাফাত প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ১৫:১১

অবশ্যই চাল চোরের বিচার চাই। এই গুটি কয়েক চাল চোরেরা চুরি না করলে তো এতো আলোচনা-সমালোচনা হতো না, তাই না? এই চাল চোরেরা শুধুমাত্র জনগণের শত্রু না, এরা সরকারেরও সবচেয়ে বড় শত্রু। এরা বরং দলের ভিতরে থেকে তাদের অপকর্মের মাধ্যমে দল এবং সরকারের প্রতিপক্ষের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিয়েছে। যে কারণে আমি সবার আগে এই চোরদের কঠোর বিচার চাই। এবং এদের যেন যথাযথ বিচার হয় তার জন্য আমি আমার সাধ্যের মধ্যে যা কিছু করার আছে সবকিছু করছি এবং করবো। আমি কিন্তু কিছু সস্তা প্রশংসা পাওয়ার জন্য ফেসবুকে এদের বিচার চেয়ে একটি-দুটি পোস্ট দেয়ার মধ্যেই আমার দায়িত্ব পালন শেষ বলে মনে করি না। বরং আমি চোরদের বিচার নিশ্চিত করার জন্য আরও কিছু করছি এবং করতে চাই। তবে এই চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে যারা অপরাজনীতি করছে এবং দিনরাত কঠোর পরিশ্রম করে যাওয়া বাকি সবাইকেই চোর বানিয়ে দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অতিরঞ্জনও কিন্তু মিথ্যার পর্যায়ে পড়ে। আমি সত্যের পক্ষে অবস্থান নিয়েছি। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সস্তা তালি পাওয়ার থেকে জনগণকে সঠিক তথ্যটা তথা সত্যটা জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us