বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাস নিয়ে চলছে বিস্তর গবেষণা। একই বয়সীদের মধ্যে ব্যক্তিভেদে ভাইরাসটি আলাদা আচরণ করছে কেন, তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে অধ্যয়নের জন্য এবার ডিএনএর একটি বিশাল ভাণ্ডার ব্যবহার করা হচ্ছে। বায়োব্যাংক নামে যুক্তরাজ্যের এ ডিএনএর ভাণ্ডারে ৫ লাখ স্বেচ্ছাসেবীর নমুনা রয়েছে, পাশাপাশি সেখানে তাদের স্বাস্থ্যের বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য। এখন সেখানে যুক্ত হচ্ছে কভিড-১৯ আক্রান্তদের তথ্যও।