প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে শুরু হওয়া চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে সরকার। এই চাল কিনতে দীর্ঘ লাইন হওয়ায় করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিকালে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বার্তা২৪.কমকে এ তথ্য জানিয়েছেন।খাদ্য সচিব বলেন, ‘ওএমএস এর ১০ টাকা কেজির চাল কিনতে দীর্ঘ লাইন হয় এবং এ থেকে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করা হয়েছে।’তিনি বলেন, ‘এটা (বিশেষ ওএমএস) মাত্রই শুরু হলো। দু’দিন মাত্র বিক্রি হয়েছে। এখানে সেভাবে অনিয়ম করতে পারেনি। ৫ তারিখে বিক্রি হয়েছে মহানগর ও জেলা শহরে, আর ৭ (এপ্রিল) তারিখে পৌর এলাকায় বিক্রি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে।’