দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ আছে এবং বিসিআইসি'র নিয়ন্ত্রাধীন সকল সার কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট সার পৌঁছে দিতে সহযোগিতার জন্য জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর সর্বশেষ তথ্য অনুসারে করপোরেশনের সার কারখানা ও গোডাউনসমূহে মোট ৯ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।