বৃহস্পতিবারের মধ্যে মজুরি না দিলে ব্যবস্থা

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৪:৪৪

আগামী বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে সব শিল্পকারখানার মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। নির্দেশনা অনুযায়ী বেতন না দিলে সংশ্লিষ্ট কারখানার মালিকের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শ্রম প্রতিমন্ত্রী আজ সোমবার এক বিবৃতিতে কারখানার মালিকদের উদ্দেশে এই নির্দেশনা দিয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে শ্রমিকদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। শিল্প পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় শিল্পকারখানা রয়েছে ৭ হাজার ৬০২টি। তার মধ্যে গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৯৫৬ কারখানা শ্রমিকের বেতন পরিশোধ করেছে। ৫ হাজার ৬৪৬টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেনি। তবে শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরীর শিল্পকারখানার বেতন-ভাতা পরিশোধের তথ্য নেই। এদিকে অধিকাংশ পোশাক কারখানাই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় গতকাল থেকে ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us