এই দেশে বালিশ কিনলে টাকা, বালিশ তুললে টাকা, বন্যা হলে বা বাঁধ নির্মাণে টাকা, টাকা কোথায় নাই বলুন? পরে বুঝলাম চুরি একটা বিদ্যা এবং গুরুজনেরা যথার্থই বলেছেন অনভ্যাসে বিদ্যানাশ৷ করোনার আক্রমণে এখন না হয় উন্নয়ন বন্ধ আছে, করোনা থামলে, এমনকি কমলে আবারও উন্নয়ন শুরু হবে৷ বিদ্যাটা ভুল গেলে চলবে? তাই চুরি চলছে, চলছে জোচ্চুরি৷ সরকারের নীতিনির্ধারক বা পরামর্শক বলে দাবি করেন এরকম ব্যক্তিদের সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা-সাক্ষাৎ বা আলাপ-সালাপ হয়৷ নিজেদের পরামর্শক বা নীতিনির্ধারক দাবি করেন বলছি এই কারণে, কাগুজে বিজনেস কার্ড বা তামারঙের ফলকে লেখা ওইসব কথায় আমার খুব প্রতীতি জন্মায় না৷ এইদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অমুক খুনি বা অপরাধী ধরার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন৷ বিসিবি প্রধান বলেন, কে খেলছেন কে খেলবেন না তার খবর সবসময় মাননীয় প্রধানমন্ত্রী রাখেন৷ এমনকি জাতি কীভাবে হাঁচি দেবে সেটাও প্রধানমন্ত্রীকে নাকে-কনুইয়ে শেখাতে হয়৷