করোনা সংকটে সবার চোখ ইন্টারনেটে, বেশি ব্যান্ডউইথ খরচ ইউটিউব-ফেসবুকে
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১২:৪৫
করোনা ভাইরাসের এই সংকটকালে দেশে ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে। ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে ইন্টারনেটে ব্যবহারের শীর্ষে রয়েছে ভিডিও পোর্টাল ইউটিউব, দ্বিতীয় অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ফেসবুক ভিডিও। আর বিনোদন মাধ্যম হিসেবে শীর্ষে রয়েছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এই তথ্য জানা গেছে। জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) দেশে ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ছিল ১ হাজার ৭৫০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড)। এরমধ্যে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ ছিল ১ হাজার ৫০ জিবিপিএস। অবশিষ্ট ৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে দেশের ৭টি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল)। অন্যদিকে, শনিবার (১১ এপ্রিল) দেশে ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ছিল ১ হাজার ৭০০ জিবিপিএস। দেশে গত সপ্তাহ দুয়েক ধরে ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ এই হারে ছিল। দুই সপ্তাহ আগে ছিল ১ হাজার ৬০০ জিবিপিএস, স্বাভাবিক সময়ের তুলনায় তাও ২০০ -২৫০ জিবিপিএস বেশি। বর্তমানে ২৫-৩০ শতাংশ ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে।এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এই সংকট কালে আমাদের ইন্টারনেট ব্যবস্থা ভালো রয়েছে।