করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাজারে চড়া দামি বিক্রি হয়ে আসছে চাল-ডালসহ বেশকিছু নিত্যপণ্য। এখন ভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ায় লকডাউন হচ্ছে বিভিন্ন এলাকা। আগে থেকে কেনা পণ্যের মজুদও কমে আসছে। আবার ঘনিয়ে আসছে রমজান মাসও। এতে উদ্বেগ বেড়ে যাওয়ায় বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করছেন ক্রেতারা। সংক্রমণ ঝুঁকি বাড়ছে এতে। নিরাপদ বাজার ব্যবস্থা না থাকায় মোকামে বেচাকেনা বন্ধ হয়ে পড়ছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বাজারগুলোতে পণ্যের সরবরাহ কমেছে। এ অবস্থায় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।