একটি বছরের বিদায় মানে মহাকালের অতল তরঙ্গে একটি ঢেউ হারিয়ে যাওয়া। জীবন বৃক্ষের পাতার মতো ক্যালেন্ডারের বৈচিত্র্যময় পৃষ্ঠাগুলোর ঝরে যাওয়া। বাংলা ১৪২৬ সালও আজকের সূর্যোদয় ছুঁয়ে সূর্যাস্তের অতলান্তে হারিয়ে যাবে চিরদিনের মতো।