নতুন নাটকের সংকট, পুরোনো নাটকে বৈশাখের আয়োজন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০, ১৭:১১

নানা উৎসবকে ঘিরে নতুন নাটক নির্মাণের জোয়ার আসে। পহেলা বৈশাখ, ঈদ উৎসবকে সামনে রেখেই প্রচুর নাটক নির্মাণ হয়ে থাকে। দুই দিন পরেই আসছে বাংলা নববর্ষ। কিন্তু এবার করোনাভাইরাসের সক্রমণে থেমে গেছে সব। কোনো উৎসব-পার্বণ ছাড়াই এবার ঘরে বসে নিরবেই নতুন বছরকে স্বাগত জানাতে হবে। নানা সংকটের মধ্যে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। সব রকমের শুটিং বন্ধ। তাই নতুন কোনো নাটকও নির্মাণ হচ্ছে না বৈশাখকে ঘিরে। এরই মধ্যে নতুন নাটকের সংকটও তৈরি হতে শুরু করেছে। শুটিং করতে না পারায় বন্ধ হয়ে গেছে টেলিভিশনের অনেকগুলো ধারাবাহিক নাটক। এরমধ্যেও ঘরবন্দি দর্শককে বিনোদন দিতে বৈশাখের নতুন আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছেন টিভি চ্যানেলগুলো। কিন্তু সেই সব আয়োজন হচ্ছে পুরনো কন্টেন্ট নিয়েই। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল তিনটি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন। ওই দিন রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদ ও জাপানী অভিনেত্রী মাই আতানাবি প্রমুখ। একই দিনে রাত ৯টায় প্রচার হবে ‘যেই লাউ সেই কদু-২’। বেনু শর্মার চিত্রনাট্য ও আল হাজেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, হায়দার আলী, শফিক খান দিলু, অলিউল হক রুমি। রাত ১১টায় প্রচার হবে ‘নীল ফুল’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিন্দু, আরেফিন শুভ প্রমুখ। খোঁজ নিয়ে জানা যায় ‘বৈশাখের ভালোবাসা’ নাটকটি প্রথম প্রচার হয়েছিলো ২০১৮ সালে। ‘যেই লাউ সেই কদু-২’ নাটকটিও ছিলো ২০১৮ সালের ঈদের নাটক। অন্যদিকে নীল ফুল নাটকটি ২০১৭ সালের। করোনার প্রকপ না থাকলে হয় তো এরপরিবর্তে প্রচার হতে বৈশাখের নতুন নাটক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us