You have reached your daily news limit

Please log in to continue


হয়তো সুসংবাদ দুয়ারে

করোনাভাইরাসের সংকটে শত ভয়ের মাঝেও অনেক সুখবর আসে কানে। আশা জাগে মনে। এরই মধ্যে করোনায় সৃষ্ট রোগ কোভিড-১৯ এর ওষুধ, ভ্যাকসিন আবিষ্কারের খবর পাচ্ছি আমরা। তবে কেউই এখনো ওষুধ আবিষ্কারে পূর্ণতা পায়নি। পরীক্ষামূলক ব্যবহার চলছে। এভাবেই হয়তো একদিন আমরা সুখবরটা পেয়ে যাব। সেই সময় পর্যন্ত আমাদের নিয়ম-কানুন মেনে ঘরে থাকতে হবে হয়তো। করোনা ঝড় ঠিকই একদিন থেমে যাবে। মহান সৃষ্টিকর্তা আমাদের শান্তির দিন ফিরিয়ে দেবেনই একদিন। এমন সুখস্বপ্ন আঁকি বুকে। আশায় থাকি সুদিনের।বিজ্ঞানের বিস্ময়কর উদ্ভাবনের এই সময়ে বিশ্বময় করোনাভাইরাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বটে। আবার করোনা ভ্যাকসিন কিংবা ওষুধ তৈরি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আশারও সঞ্চার হয়েছে। যে গতিতে গবেষণা চলছে তাতে হয়তো করোনাভাইরাসকেও জয় করতে সক্ষম হবো আমরা। অনেক চিকিৎসাবিজ্ঞানী সফলতার দ্বারপ্রান্তে আছেন বলেও দাবি করছেন। সু-সংবাদ প্রাপ্তির সে সময়টা হয়তো অনেক দূরে নয়। বিশ্ববাসী আবার হয়তো ঘুরে দাঁড়াবে। করোনা যেমন বিজ্ঞান, অগ্রগতি, উদ্ভাবন, সবকিছুকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে; আবার সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের স্বাস্থ্য বিজ্ঞানীরা একদিন হয়তো আশার আলো দেখাবেন। আমরা সেই দিনের অপেক্ষাতেই রইলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন