যুক্তরাজ্যে ইসকনের সমাবেশে অংশ নেওয়া পাঁচজনের মৃত্যু, বাড়ছে বিতর্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১০:২১
যুক্তরাজ্যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) একটি অনুষ্ঠানে অংশ নেওয়া পাঁচজন করোনাভাইরাসের কারণে মারা গেছেন। আক্রান্তও হয়েছেন অনেকে। গত মার্চ মাসের শুরুতে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে করোনাভাইরাসের বিস্তার হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। যুক্তরাজ্যে ইসকনের পক্ষ থেকে পরে স্বীকার করা হয়, তাদের আয়োজনে যোগ দেওয়া পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত আছেন আরও ২১ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের বাংলা সংস্করণে এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া যুক্তরাজ্যে ইসকন শাখার…