কোয়ারেন্টাইনে না.গঞ্জের ডিসি ও সিভিল সার্জন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ০৮:৫৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নারায়ণগঞ্জ জেলা। অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই জেলার বেশ কয়েকজন বাসিন্দা মারাও গেছেন। ইতিমধ্যে পুরো জেলা লাকডাউন করা হয়েছে। কোয়ারেন্টাইনে আছেন অনেকে। এবার কোয়ারেন্টাইনে গেছেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) ও কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন। একইসঙ্গে করোনার ফোকালপারসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাড়িতে আইসোলেশনে আছেন। আর জেলা পুলিশ সুপারও কোয়ারেন্টাইনে আছেন এমনটা জানা গেলেও তিনি বলছেন, কোয়ারেন্টাইন নয় সুস্থ আছেন। তবে বাসায় অবস্থান করছেন। বুধবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ এসব কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে করোনা নিয়ে আতঙ্ক বেড়ে গেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক জসিম উদ্দিনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা বলেন, জেলা প্রশাসক বাড়িতে আছেন। জনসমাগম যাতে কম হয় এ কারণে অফিসে কম সময় দিচ্ছেন তিনি। তবে আমাদের সব কাজ চলছে। করোনার নমুনা পরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি (ডিসি) কাশিসহ অসুস্থ অনুভব করেছিলেন। এ কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন। চিন্তিত হওয়ার কিছু নেই। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি। মঙ্গলবার রাত থেকে হঠাৎ অসুস্থ বোধ করলে বুধবার নিজ বাংলোয় রেস্টে ছিলেন তিনি। বাংলো থেকে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন দুপুরে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us