আমরা ঈশ্বর দেখি না। তাঁকে জানি নানা মহিমায়। স্পেশাল নিড চাইল্ড বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা একেকজন শুধু মা-ই নন, তাঁরা যেন সেই মহিমা, যা দিয়ে আমরা ঈশ্বরকে বুঝতে শিখি। স্পেশাল নিড চাইল্ড নিয়ে কেমন আছেন উত্তর আমেরিকার মা-বাবারা?সন্তানের জন্মের পরই কোনো মা-বাবা বা পরিবারের সদস্যরা বিষয়টি বুঝে উঠতে পারেন না। পারার কথাও নয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো কোনো শিশুর ব্যতিক্রম ভাবভঙ্গি ও আচরণ...