এত্তো উজান উজাইছো ক্যা, কইতে পারো!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১৭:২৭

সাহিত্য বোদ্ধারা দু’ভাবেই বলেছেন কথাটি- ‘সকলে কবি নয়, কেউ কেউ কবি’। আবার অন্যত্র বলেছেন, সকলে কমবেশি কবি হয়ে ওঠেন বিশেষ পরিস্থিতিতে। সত্যি কথা বলতে কী ভাই; আমি কবি নই। তবে মাঝেমধ্যে কবি হতে বড্ড সখ হয়। দু’ কলম লিখি, কাগজ ছিঁড়ে ছুড়ে ফেলে দিই বাস্কেটে। আর ভাবি; এটা কোনো লেখার মতন কিছু হলো কী! কখনো-সখনো পুরাতন কিছু লেখা- নিজেই পাঠক... পাঠ করি অবসরে। অবাক হই, আরে এমন করে আমি লিখলাম কখন- কীভাবে? যাই হোক, আমি যে কতোবড় মূর্খভাবিক তা আপনাদের একদিন শোনাবো, কথা দিলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us