হাজার সিনেমার অভিনেতা কমল পাটেকার, এবার দেবের সঙ্গে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৮:১৫

গল্পকে শ্বাসরুদ্ধকরভাবে এগিয়ে নেয়াসহ সিনেমায় গতি এনে দেয় একজন খল-অভিনেতা। দর্শকের কাছে গ্রহণযোগ্য সিনেমা তৈরিতে খলনায়কের ভূমিকা তাই অনেক। একটি সিনেমার সাফল্যে নায়কের চেয়ে খলনায়কের গুরুত্ব মোটেও কম নয়। বর্তমান সময়ে যে কজন অভিনেতা খল চরিত্রে দর্শক মাতাচ্ছেন তাদের অন্যতম একজন কমল পাটেকার। তাকে নিয়ে লিখেছেন অরণ্য শোয়েব- এ দেশের সিনেমায় গোলাম মুস্তাফা, হুমায়ূন ফরিদি, রাজিব, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ প্রমুখ খল অভিনেতারা পর্দা কাঁপিয়েছেন। পর্দায় তাদের উপস্থিতি দর্শককে কখনো চিন্তিত করে তুলতো আবার কখনো আশা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াতো। ঢাকাই চলচ্চিত্রে এখন তা সোনালী অতীত। বর্তমানে চলচ্চিত্রে খলনায়কের সংকট চলছে। পাশাপাশি খল চরিত্রেও তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না। তবুও বেশ কজন অভিনেতা নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। তাদের একজন কমল পাটেকার। ১৯৮০ সালের দিকে এফডিসিতে তখন রমরমা সিনেমার অবস্থা। সব ফ্লোরে ফ্লোরে চলতো সিনেমার শুটিং। এফডিসির সামনে অনেক লোকের সমাগম ঘটতো। কেউ আসতেন প্রিয় নায়ক-নায়িকাকে এক নজর দেখবেন বলে। উৎসুক লোকের ভিড়ে একবুক স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকতেন এক যুবক। একদিন এফডিসিতে চলছিলো শুটিং।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us