দেশের অগণিত নাগরিকের মতোই আমরা ঘরের মধ্যে এক অভূতপূর্ব পরিবেশে বসবাস করছি। সকালে ঘুম থেকে উঠেই পত্রিকার জন্য অপেক্ষা, তারপর টেলিভিশনে সর্বশেষ সংবাদটি দেখছি। প্রতিবারই আকাঙ্ক্ষা একটাই—যেন করোনাভাইরাস আর না ছড়ায়। মানুষ যেন আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে ফিরে আসে। কিন্তু দুঃসংবাদ বাড়ছেই। পশ্চিমা পৃথিবী বেশি আক্রান্ত, আমরা সে তুলনায় অনেক কম আক্রান্ত। কিন্তু আজকেই (রোববার) খবর পেলাম, ১৮ জন আক্রান্ত...