সুনসান নীরবতা। কোলাহল নেই। নির্ঝঞ্ঝাট ছায়াঘেরা পরিবেশে শুধুই পাখির কিচিরমিচির। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার ভেতরটা যেমন জনমানবশূন্য, আবার বাইরেও একেবারে খাঁ-খাঁ করছে। ভেতরে প্রবেশের সময় চিড়িয়াখানার অ্যানিম্যাল কেয়ারটেকার গোলাম সারওয়ার রনি বলছিলেন, সব কোলাহল থেমে যাওয়ায় তার চোখে ধরা পড়েছে