পুলিশ বলার পর ভর্তি নিল হাসপাতাল, সুস্থ হয়ে বাসায় শিশুটি

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ২০:২৬

পাঁচ মাস বয়সী শিশুটি ভুগছিল শ্বাস-প্রশ্বাসের সমস্যায়। তিনটি হাসপাতালে টানা ২১ দিন চিকিৎসাধীন ছিল। প্রয়োজন হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)। কিন্তু শেষ হাসপাতালে তা ছিল না। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কথা শুনে অন্য হাসপাতালগুলো ভর্তি করাতে রাজি হচ্ছিল না। পরে পুলিশের সহায়তায় একটি হাসপাতাল চিকিৎসা দেয়। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ পুলিশের সহায়তা ও পার্ক ভিউ হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা শিশুটির নাম তাসনিম। গতকাল বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। পাঁচলাইশ থানা সূত্র জানায়, শিশু তাসনিম প্রথমে বেসরকারি রয়েল হাসপাতালে ছয় দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২দিন চিকিৎসাধীন ছিল। এরপর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ছিল ৩ দিন। এখানে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা প্রকট হয়। সঙ্গে দেখা দেয় হাম। কিন্তু সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা না থাকায় যথাযথ চিকিৎসা পাচ্ছিল না সে। কিন্তু অন্য হাসপাতালগুলো ভর্তি করাতে রাজি হচ্ছিল না। সন্তানের এই অবস্থা দেখে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত অভিভাবক থানায় ফোন করেন। এই প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, গত ২৭ মার্চ শিশুটির অভিভাবক ফোন করেন। এরপর কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হলেও তারা ভর্তি করাতে রাজি হয়নি। পরে উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব খন্দকারকে থানার পাশের পার্ক ভিউ হাসপাতালে পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us