করোনাভাইরাসের কারণে এবং তা প্রতিরোধে রাজধানীর ঢাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনের ওপর কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলী, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, বিজয় সরণি, গুলিস্তান, সদরঘাট, নাবিস্কো, মহাখালী, মোহাম্মদপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে। এসব এলাকার সড়কগুলোয় ঘন ঘন চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মোটরসাইকেল, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস নিয়ে রাস্তায় নামলেই পুলিশকে কারণ বলতে হচ্ছে। সুনির্দিষ্ট কারণ না দেখাতে পারলে পুলিশ ভর্ৎসনা করছে। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে গাড়ি।