করোনা-পরবর্তী বিশ্বে সমৃদ্ধির সুবাতাস বইবে বাংলাদেশে

বণিক বার্তা প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ০২:০১

সংক্ষিপ্ত বিশ্ব পরিস্থিতি কভিড-১৯ সারা পৃথিবীকে নাস্তানাবুদ করে ফেলেছে। সমগ্র মানবকুল অসহায় অবস্থায় এক কাতারে কোণঠাসা। আইএমএফ, বিশ্বব্যাংক ও ওইসিডি সামষ্টিক অর্থনীতিতে বিশাল নেতিবাচক ধস নামার হিসাব প্রকাশ করছে। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের মতে, দ্বিতীয় মহাযুদ্ধোত্তর সবচেয়ে বড় সংকট ও মন্দার মুখোমুখি আমরা। এ পর্যন্ত ১৯০টি দেশে প্রায় ১০ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৪৮ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের যেকোনো মহামারীর তুলনায় করোনার মরণশীলতা কম, ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫৬ জন, মৃতের সংখ্যা ছয়। বলতে দ্বিধা নেই, গত ১২ দিনের সাধারণ ছুটিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। তবে ওই সংখ্যায় পুরোপুরি বিশ্বাসযোগ্যতা আসেনি। করোনা আক্রান্ত লক্ষণসহ অনেকেই মারা যাচ্ছেন; অত্যন্ত দ্রুতগতিতে, ২ ঘণ্টার মধ্যে মরহুমদের নমুনা সংগ্রহ ও ল্যাব পরীক্ষার ফলাফল প্রচার করা জরুরি। তাছাড়া মার্চে দেশে ফেরা কয়েক লাখ প্রবাসীকে ‘স্ক্রিনিং করা হয়েছে’ বলে যে গল্প প্রচার করা হচ্ছে, তার কি কোনো প্রয়োজন আছে! গত বৃহস্পতিবার থেকে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে ‘ঘরে থাকুন’ নির্দেশনা বাস্তবায়ন করছে বলে দেশবাসী নিশ্চিত করোনা দুশমনের বিস্তার থেমে যাবে বাংলাদেশে। তবে প্রতিদিন ১০০-১৫০ নয়, কয়েক হাজার নমুনা সংগ্রহ ও নিরীক্ষা করা জরুরি। অন্তত দুজন প্রতিদিন প্রতি ইউনিয়নে। দুটো শিক্ষামূলক প্রচারণা, একটিতে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এবং অন্যটিতে যৌথভাবে অধ্যাপক ডা. মোস্তফা জামান ও অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া খুবই চমত্কারভাবে করোনার শুরু ও বিস্তার এবং প্রতিরোধের কার্যকর পন্থাগুলো ব্যাখ্যা করছেন। সব টিভি চ্যানেল এ দুটো প্রোগ্রাম বিটিভি থেকে ধার করে প্রচার করলে দেশবাসী উপকৃত হবে। দক্ষিণ এশিয়ায় উষ্ণ তাপের দেশগুলোয় করোনার ছোবল বেশ দুর্বল, আমরা যেন এ উপকার পেতেই থাকি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us