ঝালকাঠিতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করায় তিন ডিলারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসাইন ও আহমেদ আবুল হাসান।