বন্ধু, সহকর্মী ও সহমর্মী গোলাম সারওয়ার

সমকাল প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৬:৪১

গোলাম সারওয়ার, আমি আর আমাদের আরেক বন্ধু হাসান শাহরিয়ার। ইত্তেফাকে এই তিনজন সমবয়সী এবং অভিন্ন হৃদয় বলে অনেকে মনে করতেন। আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গোলাম সারওয়ারের জন্ম তারিখটি এপ্রিল মাসের ১ তারিখ। মাঝখানে আমার জন্মতারিখটি হলো এপ্রিল মাসের ১৬ তারিখ। আমাদের বন্ধু হাসান শাহরিয়ারের জন্মদিন হলো এপ্রিল মাসের ২৫ তারিখ। এ নিয়ে আমাদের মধ্যে প্রায়শই কথা হতো। আমাদের মধ্যে গোলাম সারওয়ারের বয়স একটু বেশিই ছিল। বছর দুয়েকের মতো। কিন্তু বয়সের এই সামান্য ব্যবধান আমাদের মধ্যে কখনোই হিসাবের মধ্যে থাকেনি।এপ্রিল মাসের প্রথম দিনটি আসার আগে গোলাম সারওয়ার অবধারিতভাবে আমার কাছ থেকে একটি টেলিফোন পেতেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। অবশ্য পরের দিকে রেওয়াজটি আমি ধার করেছি বর্তমানে সমকালের নগর সম্পাদক আমার অত্যন্ত প্রিয়ভাজন শাহেদ চৌধুরীর কাছ থেকে। শাহেদ চৌধুরী তার পরিচিত বা ঘনিষ্ঠ প্রত্যেকের জন্মদিন মনে রাখেন এবং সময়মতো টেলিফোন করেন। গোলাম সারওয়ারও আমার জন্মদিনে অন্তত টেলিফোনে শুভেচ্ছা জানাতে ভুলতেন না।এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমি গোলাম সারওয়ারকে টেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি না। আমার জন্মদিনেও তার শুভেচ্ছা আসছে না। ২০১৮ সালের আগস্টে তিনি আমাদের ছেড়ে অনন্তের পানে চলে গেছেন।গোলাম সারওয়ারের সঙ্গে আমার বন্ধুত্ব যতখানি না সহকর্মীসুলভ, তার থেকে বেশি ছিল সহমর্মী হিসেবে। চিন্তাভাবনার দিক থেকে আমাদের অনেকখানি নৈকট্য ছিল। বিশ্বাসের ক্ষেত্রেও তাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি। গোলাম সারওয়ার তার নিজস্ব অঙ্গনে। আমি আমার ভিন্ন পরিমণ্ডলে। একই সঙ্গে আমরা বিশ্বাস করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us